রাজীব কুমার সরকার
|
|
বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় সাধন হয় মাঠ প্রশাসনের মাধ্যমে। আর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান তথা নিউক্লিয়াস হলো প্রায় দুইশত বছরের ঐতিহ্যমণ্ডিত জেলা প্রশাসন। এটি জেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের কেন্দ্রবিন্দু। দেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ ও পূরণে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্যসেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন এবং জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজে জেলা প্রশাসনকে প্রতিদিনই জনগণের সামনে হাজির হতে হয়। জনগণের কাছে জেলা প্রশাসনকে আরও সহজ ও যুগোপযোগী করে উপস্থাপন করার জন্যই লক্ষ্মীপুর জেলা প্রশাসনের এই ওয়েব পোর্টালটি। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ওয়েব পোর্টালটি শুধু লক্ষ্মীপুর জেলার তথ্য ভাণ্ডার নয় বরং জেলা প্রশাসনের সাথে জনগণের, জেলার বিভিন্ন বিভাগের ও সরকারের নিবিড় যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবে কাজ করবের এরই ধারাবাহিকতায় নির্ভরযোগ্য এবং তথ্য সমৃদ্ধ লক্ষ্মীপুর জেলা পোর্টাল বাস্তবায়ন করা হয়েছে। তথ্য প্রযুক্তির চলমান উৎকর্ষতার এ যুগে দেশ ও বিশ্বের সাথে লক্ষ্মীপুর জেলাকে সংযুক্ত করতে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ওয়েবপোর্টাল যোগসূত্র হিসাবে কাজ করবে বলে আমার বিশ্বাস।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস